ডেস্কঃ দেশের দর্শকদের কাছে প্রথমবার ভিন্নরূপে এসেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোটপর্দায় নয়, এবার তিনি হাজির হয়েছেন বড় পর্দায়। ছয় বছর আগে ক্যারিয়ারে প্রথম নাম লিখিয়েছিলেন সিনেমা ‘ফাতিমা’য়। সেই সিনেমাটি গতকাল ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘ফাতিমা’ সিনেমার পরিচালক ধ্রুব হাসান। সিনেমাটি ইতোমধ্যে বেশ কিছু উৎসব থেকে সম্মাননা ও প্রশংসা পেয়েছে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হওয়ার পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। পরে সিনেমাটি উৎসবে পুরস্কারও জিতে নেয়। শুধু তাই নয়, ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ। উৎসব ঘুরে আসা ছবিটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ফারিণ ক্যারিয়ারের শুরু দিকে সিনেমায় নাম লেখান। তার মতে, সুন্দরভাবে শুটিং হচ্ছিল, হঠাৎ মাঝপথে শুটিং বন্ধ হয়ে গেল। লম্বা সময়ের বিরতি। তারপর নাটকে অভিনয় করে ব্যস্ত তারকা ফারিণ। প্রায় ছয় বছর পর আবার শুটিং শুরু করেন। ফারিণ বলেন, ‘ছয় বছর পর আবার শুটিং শুরু করতে হবে শুনে অবাক হয়েছিলাম; কিন্তু ধ্রুব ভাইয়ের প্রতি আমার বিশ্বাস ছিল যে উনি যেকোনোভাবেই হোক ছবিটা শেষ করবেন। শেষ পর্যন্ত তো ছবিটা শেষ হলো খুব ভালো করে এবং দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ইরানের ফজর উৎসবে আমিও গিয়েছিলাম, সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন ছবিটি দর্শক দেখলেই আমাদের পরিশ্রম সার্থক।’
পরিচালক ধ্রব হাসান জানান, ১০ মে সিনেমাটির প্রথম দিকে মুক্তির শিডিউল থাকলেও সে সময় একটি হলে কয়েকটি শো হয়; কিন্তু তারা অফিশিয়ালি ২৪ মে সিনেমাটি মুক্তির জন্য অপেক্ষা করছিলেন।
আরো পড়ুনঃরোববার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
আরো পড়ুনঃআজ বঙ্গবাজার বিপণি বিতানসহ ৪ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী