ঢাকা: ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বংশাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি তার প্রথম পুনর্মিলনী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে ছিল প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবক জনাব ইসহাক সরকার এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সেতারা বেগম।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, নাচ, গান, আবৃত্তি এবং ব্যান্ড শো আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের পুরনো দিনগুলোকে স্মরণ করে আনন্দে মেতে ওঠেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নামকরণ করা হয় “দ্য বংশালিয়ান গার্লস”। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি উম্মে হানি মেঘলা।
এ আয়োজন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধ তৈরি করে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন উপস্থিত অতিথিরা।