1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. specialsystemuser@stand.com : :
  9. zillurk85@gmail.com : Zillur :
বরুন ঘোষ হত্যা্র আসামী তন্ময়’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০ - Digonto Dhara,News
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গণহত্যার অভিযোগে আমু-কামরুলের শুনানি ১৮ ডিসেম্বর নির্ধারিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন হরভজন কারা অধিদপ্তরের লোগোতে পরিবর্তন, ৭০০ বন্দি রয়ে গেছে পলাতক ঐশ্বরিয়ার জায়গায় আলিয়া: সুযোগ পাওয়ার অদ্ভুত গল্প তিশার খোলামেলা স্বীকারোক্তি: ‘বিয়ে করাটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল বোনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে নার্গিস ফাখরি: চাপের মুখে সিদ্ধান্তের ইঙ্গিত? বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন সাফা কবির বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করছে ২৫ হাজার টন চিনি ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, সম্পর্কোন্নয়নে আলোচনা প্রত্যাশিত ডিএনএ মিলেছে: মাহমুদুর রহমানই হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত”

বরুন ঘোষ হত্যা্র আসামী তন্ময়’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০

  • প্রকাশ কাল : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ জন দেখেছে

শাহারিয়ারঃ ঝিনাইদহ জেলার সদর এলাকায় নৃশংস ভাবে হাতের কব্জি ও পা বিচ্ছিন্ন করে চাঞ্চল্যকর বরুন ঘোষ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পলাতক প্রধান আসামী তন্ময়’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ ঘোষপাড়া এলাকায় বসবাসকারী ভিকটিম বরুন কুমার ঘোষের সাথে আসামি তন্ময় হোসেন (২৩), পিতা- মোঃ বুলু জোয়ার্দার, সাং-টিবলেপাড়া,থানা- ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ সহ আরো কয়েকজন আসামির সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে আসামিরা ভিকটিম ও তার পরিবারের লোকজনকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত ০৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভিকটিম বরুন কুমার ঘোষ ইজিবাইক সহযোগে ভিসার কাজে বাইরে গেলে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ শেখপাড়া এলাকায় পৌছা মাত্র পূর্ব হতে ওত পেতে থাকা এজাহার ভুক্ত ০৯ জন আসামিসহ অজ্ঞাতনামা আরো ৯-১০ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে  বে-আইনী দলবদ্ধ হয়ে ভিকটিম বরুন কুমার ঘোষ’কে ইজিবাইক থেকে নামিয়ে রাম-দা, চাপাতি, ডাসা, লোহার রড দিয়ে এলোাপাথারি ভাবে কোপাতে ও আঘাত করতে থাকে। আসামিরা ভিকটিমের মাথা লক্ষ্য করে কোপ মারে এবং প্রচন্ড কোপাকোপির ফলে ভিকটিমের আঙ্গুল,ডান হাতের কব্জি ও বাম পা হাটু থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। অতঃপর স্থানীয় লোকজন ভিকটিম বরুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।  উক্ত ঘটনায় মৃত বরুনের স্ত্রী টুম্পা রানী ঘোষ বাদী হয়ে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানায় চাঞ্চল্যকর বরুন কুমার ঘোষ হত্যাকাণ্ডে  জড়িত এজাহারভুক্ত ০৯ জন এবং অজ্ঞাতনামা আরো ৯/১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১৯, তাং-১০/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ড  বিধি। উক্ত হত্যাকাণ্ডের  ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় জবানবন্দি প্রাপ্ত পলাতক প্রধান আসামি তন্ময় হোসেন’কে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র‍্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর বরুন হত্যাকাণ্ডে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় গতকাল ২১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৮:৪০ ঘটিকায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত ঝিনাইদহ জেলার সদর এলাকায় পূর্ব শত্রুতার  জের ধরে চাঞ্চল্যকর বরুন হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পলাতক আসামি তন্ময় হোসেন (২৩), পিতা- মোঃ বুলু জোয়ার্দার, সাং-টিবলেপাড়া,থানা- ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুনঃ চট্টগ্রাম মহাসড়কে প্রান গেলো ৪ জনের

আমরা ফেসবুকেঃ digontodharanews

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews