এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। যার নেপথ্য নায়ক হারিস রউফ। মাত্র ৬ ওভার বোলিং করে ১৯ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। টাইগার ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন এ পেসার। সেই সুবাদে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
বাংলাদেশের বিপক্ষে জ্বলে ওঠার দিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন রউফ। তৃতীয় পাকিস্তানি হিসেবে যৌথভাবে ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। মাত্র ২৭ ম্যাচে এই কৃতিত্ব দেখালেন ২৯ বছর বয়সী পেসার। এতে পাক কিংবদন্তি ওয়াকার ইউনিসের পাশে বসেছেন রউফ।
একদিনের ক্রিকেটে সমান সংখ্যক ম্যাচে উইকেটের ফিফটি করেন ওয়াকারও। এই ফরম্যাটে পাকিস্তানের হয়ে দ্রুততম ৫০ উইকেট লাভের রেকর্ড দখলে রয়েছে গতিতারকা হাসান আলির। মাত্র ২৪ ম্যাচে সেই নজির স্থাপন করেন তিনি।
হাসানের পরেই রয়েছেন হালের ক্রেজ পাক স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি। ২৫ ওয়ানডেতে ওই রেকর্ড গড়েন বাঁহাতি পেসার। বাংলাদেশ ম্যাচ দিয়ে সেই তালিকায় ঢুকে যাওয়ায় রউফকে সম্মান জানিয়েছে পুরো পাকিস্তান টিম। তাদের পক্ষ থেকে তার হাতে বিশেষ স্মারক তুলে দিয়েছেন আফ্রিদি।
মূলত রউফের অর্জন স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। যার ভিডিও সোশ্যাল মিডিয়া টুইটারে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে রউফের ভূয়সী প্রশংসা করেছেন আফ্রিদি।
তিনি বলেন, এটা আমার জন্য দারুণ সম্মানের মুহূর্ত। কারণ পাকিস্তানের হয়ে ২০১৮ সাল থেকে আমি রউফের সঙ্গে খেলে যাচ্ছি। বোলিংয়ের পাশাপাশি দলের ফিল্ডিংয়ের উন্নতিতে অবদান রেখেছে রউফ। এটা কেবলই একটি ছোট ট্রফি। আমরা আশা করি, সে ক্যারিয়ারে ৩০০ থেকে ৪০০ উইকেট পাবে।
Leave a Reply