দিগন্তধারা ডেস্ক : বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন’র ২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।সোমবার ২ জানুয়ারি ২০২৪ ইং সকাল ১০ টায় বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন’র মিলনায়তনে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার অত্র সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ।
২০২৪ সালের কমিটিতে দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এ ছাড়াও – সহ-সভাপতি মাসুদ রানা ( বিটিভি) ও হাফিজুর রহমান ( আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, ( একুশে সংবাদ ডটকম) কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, ( দৈনিক কালের সমাজ) সাংগঠনিক সম্পাদক- মাইনুল ইসলাম ( জিটিভি) দপ্তর সম্পাদক এম এইচ মুন্না ( প্রকৌশল সংবাদ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ রেফাত সিদ্দিকী ( দৈনিক কালের সমাজ) জনকল্যাণ সম্পাদক উজ্জ্বল মোল্লা ( একুশে সংবাদ ডটকম) নারী বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার পপি, নির্বাহী সদস্যরা হলেন, রাজু শিকদার, জাহাঙ্গীর আলম শাহীন ( দৈনিক আমার বার্তা) রেজাউল করিম রেজা ( প্রেজেন্ট টাইমস) নিজাম উদ্দীন, খাদেমুল ইসলাম ( একুশে সংবাদ ডটকম) হাসান কাজল,এম এ মজিদ,পারভীন, জহিরুল আলম পিলু, টুটুল হুমায়ুনসহ ৬৩ জনকে সদস্য করা হয়।
Leave a Reply