রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপিনেতাদের জামিনের বিষয়ে আদালতের ওপর সরকার কোনো প্রভাব বিস্তার করছে না।’ আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।
আদালতে বিএনপি নেতাদের জামিন নাকচ হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমাদের সরকারের কোনো প্রভাব সেখানে নেই। কেইস টু কেইস দেখে তারা (বিচারক) জামিন দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এখানে কোনো কিছুতে প্রভাবিত হয়ে বিচারকরা সিদ্ধান্ত দেননি। আমাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয় এটা।’
বিএনপির নেতাদের নির্বাচনে আনতে সরকার চাপ সৃষ্টি করছে বলে দলটির পক্ষ থেকে করা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার চাপ দিয়ে বিএনপির সাবেক নেতাদের নির্বাচনে আনছে, এমন অভিযোগ সঠিক নয়। তারা স্বপ্রণোদিত হয়েই নির্বাচনে আসছে। আমি যতটুকু জানি, তারা সবসময় আমাদের নেতাদের বাড়িবাড়িও যাচ্ছেন। এরা সবাই বিএনপির প্রমিনেন্ট নেতা, তারাই ভাগ হচ্ছেন। এখানে কাউকে জোর করতে হয়নি, তাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত দিচ্ছে, যা নেতাদের মনঃপুত হচ্ছে না। তারা নির্বাচনমুখী, সেজন্যই তারা নির্বাচনে চলে আসছেন। তারা তাদের সেন্ট্রাল কমিটির নির্দেশের বাইরে চলে আসছেন। আমাদের দল থেকে তাদের জোর করার কিংবা আহ্বান জানানোর কোনো প্রশ্নই আসে না।’
Leave a Reply