বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে পল্লবীতে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবী এলাকায় ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান খলিলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অবরোধের প্রতিবাদে ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ বলে স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। তারা অভিযোগ করে আরো বলেন, অবরোধ চলাকালে যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তায় রাজপথে থাকার ঘোষণাও দেন আওয়ামী লীগ নেতারা। হঁশিয়ারি করে মাঠেই বিএনপিকে প্রতিহত করার।
Leave a Reply