1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. specialsystemuser@stand.com : :
  9. zillurk85@gmail.com : Zillur :
বিএনপির এক দফা মরণ যন্ত্রণায় ছটফট করছে: ওবায়দুল কাদের - Digonto Dhara,News
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

বিএনপির এক দফা মরণ যন্ত্রণায় ছটফট করছে: ওবায়দুল কাদের

  • প্রকাশ কাল : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৬২ জন দেখেছে
বিএনপির এক দফা মরণ যন্ত্রণায় ছটফট করছে: ওবায়দুল কাদের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্বাচিপের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের- ছবি: ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তরজ্বালা। পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ কমেছে।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করবে না, পার্লামেন্ট বিলুপ্ত হবে না। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আগুন নিয়ে খেলতে এলে খবর আছে। আগুন নিয়ে নয়, নির্বাচনে নিয়ে খেলা হবে।

শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্বাচিপের উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, লোক কমে যাচ্ছে তাদের একদফা বাস্তবায়ন হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশনই নির্বাচনের দায়িত্ব পালন করবে। মন চাইলে আসেন না, না চাইলে না আসেন।

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সেতুমন্ত্রী ব‌লেন, বিএনপির অন্তর জ্বালা পদ্মাসেতুতে কোটি টাকা টোল উঠছে কয়েকদিন পর মেট্রোরেল উদ্বোধন করবে, কর্নফুলী টার্নেলের কাজ শেষ হয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুর হত্যার কথা উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের বলেন, আমেরিকাভিত্তিক ৬৪ জেলায় গবেষণা করা হয়েছে রিপোর্টের সমীক্ষায় দেখা গেছে ৭০ ভাগ ভোট আওয়ামী লীগ পাবে। এতে, মির্জা ফখরুলের মাথা ঠিক নেই; আমীর খসরুর কথা ঠিক নেই। আমার দেশে একজনও মানুষ না খেয়ে মরেনি। প্রধানমন্ত্রী মাত্র ৩ ঘণ্টা ঘুমান শুধু জনগণের কথা ভাবেন।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, চলতি বছর বিশ্বের ২২টি দেশে নির্বাচন হলেও হস্তক্ষেপ করছে না বিদেশিরা। বাংলাদেশের কী অপরাধ? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাচ্ছে বড় বড় দেশ। পান থেকে চুন খসলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ভিসা নীতি দিচ্ছে।

সেতুমন্ত্রী ব‌লেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এটার সুবিধা নেয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না। সব ক্ষমতার মালিক আল্লাহ সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews