তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফিরে আসার পর তার হাত ধরে বাঙালির ললাটে নতুন তিলক উঠেছে, বাংলাদেশ অনেক অর্জন করেছে।
তিনি বলেন, ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুধু স্বদেশ প্রত্যাবর্তন নয় বরং এ দিনটি হচ্ছে গণতন্ত্রের অগ্নিবীণার স্বদেশ প্রত্যাবর্তনের দিন।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার চেতনাকে ভূ-লুণ্ঠিত করা হয়েছিল। শেখ হাসিনা সেই হারানো স্বাধীনতার চেতনাকে পুণঃপ্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ রচিত হয়েছে। তাই ১৯৮১ সালের ১৭ মে গণতন্ত্রের অগ্নিবীণা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন।
সম্প্রচারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত, সমৃদ্ধ দেশের। তিনি সেই স্বপ্নপূরণ করে যেতে পারেননি। আজ শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
Leave a Reply