আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক কোনো কাজে আসবে না। সঠিক সময়েই নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না। বরং বিএনপি নির্বাচনে না এলে আঁস্তাকুড়ে চলে যাবে।
বুধবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ নাকি ক্ষমতা হারানোর ভয়ে আছে। আমরা বলবো- বিএনপিই বরং ভয় পেয়ে নির্বাচনে আসতে চায় না। বিএনপির একটাই কাজ- সরকারের বদনাম করা। তারা দেশের কোনো উন্নয়ন করতে পারে না।
১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেদিন খুব ঝড়-বৃষ্টি ছিল। আমরা স্লোগান দিয়েছিলাম- ‘ঝড়-বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে’। মৃত্যুর দিন পর্যন্ত আমরা শেখ হাসিনার সঙ্গে থাকবো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেন দেশে ফিরে না আসতে পারেন সেজন্য অনেক চেষ্টা হয়েছিল। আমরা শেখ হাসিনাকে নিয়ে গর্ব করি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
Leave a Reply