বিচার প্রতিদের বিচার করবে কে?
—–মনজুর ভূইয়া ——
তোমরা যা-ই বলো,আমাদের বিচার বিভাগ নিকৃষ্টতর স্তরের চেয়েও জঘন্য। স্পষ্ট প্রমাণ থাকার পরেও আবরার বিচার করতে চার বছর লেগেছে।এই ধরো আমার; আমার বিচারের এখনো জবানবন্দিই রেকর্ড হয়নি।অথচ দুবছর হয়ে গেছে।
আবরার বিচার তিন মাসেই করা সম্ভব হতো।আমার বিচার তিন মাসেই করা সম্ভব হতো।
এই যে বিচারের নামে প্রহসন,বিচারের নামে হয়রানি,বিচারের নামে বাটপারি এটাও কিন্তু ভয়ংকর অপরাধ।
এই যে আমি এই অপরাধের কথা বললাম,এটা আবার রাষ্ট্র দ্রোহী অপরাধ।বিচার বিভাগের সমালোচনা করায় আমার সাজাও হতে পারে।
এই আমি অপরাধ করলাম এটা আবার সুস্পষ্ট প্রমাণ রেখে গেলাম।
এর সাজা ৯০দিনে দেওয়া সম্ভব।কিন্তু বিচারের নামে ওরা ইমোশনাল হয়রানি করাবে,বিচার বিলম্বিত করবে,
এটাও তো অপরাধ এই অপরাধের জন্য বিচার প্রতিদের বিচার করবে কে?
আরো পড়ুনঃকিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর ০৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করেছে র্যাব-১০
আরো পড়ুনঃপৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিল সম্পূর্ণ