1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. expander@stand.com : :
  7. rbtv2020@gmail.com : muskan2050 :
  8. zillurk85@gmail.com : Zillur :
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না : মির্জা ফখরুল -
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না : মির্জা ফখরুল

  • প্রকাশ কাল : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৮ জন দেখেছে
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না : মির্জা ফখরুল
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না : মির্জা ফখরুল

দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৭ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে আইনের শাসন নেই। এ জন্যই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না। তার ফলশ্রুতিতে অবৈধ আওয়ামী সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা, সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।’

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, ঠিক তখনই এই সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। এসব অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। অবৈধ আওয়ামী সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক সহিদুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিকুসহ আট নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলাকে অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দ্রুত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews