সম্রাটঃ প্রায় ১২০ বছর আগে ব্রিটিশ সরকারের কর্তাদের বসবাসের জন্য রাজধানীর মিন্টো রোডে কয়েকটি বাড়ি তৈরি করা হয়। এরপর স্বাধীন বাংলাদেশে ২৯ মিন্টো রোডের বাড়িটি বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দ করা হয়। কিন্তু গত প্রায় ৩০ বছরে কোনো বিরোধীদলীয় নেতা ওই বাসায় বসবাস করেননি। আদালতের নির্দেশনা সত্ত্বেও বাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে জাতীয় পার্টি বিরোধী দলে আসার পর দুই দফা বাড়িটি বরাদ্দের আবেদন করেও পায়নি।এবারও ওই বাড়িতে উঠতে চান বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তবে এই অবস্থায় বাড়িটি বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।এদিকে ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি পুরান ঢাকার শাঁখারীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ ও রমনা এলাকার পাঁচটি বাড়িকে ঐতিহ্য বা হেরিটেজ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), যার মধ্যে বিরোধীদলীয় নেতার বাড়িটি রয়েছে। এরপর ২০১২ সালে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হেরিটেজ ভবন ভাঙনে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করেন।ফলে বাড়িটি ভেঙে নতুন ভবন তৈরির উদ্যোগও থমকে যায়। আবার বাড়িটি রক্ষণাবেক্ষণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৯০৫ সালে তৎকালীন ব্রিটিশ সরকার বাড়িটি নির্মাণ করে।
আরো পড়ুনঃর্যাবের বেড়া জালে রাব্বি@পাইলট রাব্বি র্যাব-১০
আরো পড়ুনঃমোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২