রাত পোহালেই বেজে উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দামামা। এবারের আসরের আয়োজক ভারত। স্বাভাবিকভাবেই ‘ফেবারিট’ তকমা নিয়েই মাঠে নামবে মেন ইন ব্লুজরা।
ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় অনেকেরই ধারণা, বিশ্বকাপের শিরোপা জিতবে রোহিত শর্মার দল। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সমর্থকদের জন্য নতুন বার্তা নিয়ে হাজির হয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি।
বিশ্বকাপ আসলেই ক্রিকেটারদের কাছে সৌজন্যমূলক টিকিট চেয়ে থাকেন কাছের বন্ধুবান্ধবরা। সেই ঝামেলা এড়াতে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়েছেন কোহলি।
নিজের ভেরিফায়েড ইন্সটাগ্র্মা অ্যাকাউন্টের স্টোরিতে তারকা ক্রিকেটার কোহলি লিখেছেন, ‘বিশ্বকাপ শুরু হচ্ছে। আমার সব বন্ধুদের কাছে অনুরোধ, বিশ্বকাপের সময় টিকিট চেয়ে লজ্জা দিবেন না। বাড়িতে বসে খেলা দেখো এবং উপভোগ করো।’
সমর্থকদের উদ্দেশ্যে একই বার্তা দিয়েছেন কোহলির স্ত্রী আনুশকাও। সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে আনুশকা লিখেন, ‘আমি আরেকটু যোগ করতে চায়। আপনার মেসেজের উত্তর না দেয়া হলে আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করবেন না। ব্যাপারটি বুঝতে পারার জন্য ধন্যবাদ।’
Leave a Reply