দিগন্তধারা/সম্রাটঃ বিস্ফোরক দিয়ে নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদান এবং আঘাত করে ক্ষতি সাধন সংক্রান্তে রুজুকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামী মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজদীখান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান @ রিপন’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নে আহুত অবরোধ ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ২৯/১০/২০২৩ খ্রিঃ তারিখ ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতঃ পুলিশের সরকারি কাজে বাধা দান আঘাত ও বল প্রয়োগ করিয়া ক্ষতি সাধন সহ পুলিশকে প্রাণনাশের উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল এর বিস্ফোরণ ঘটিয়ে জখম করা এবং জনমনে আতংক ও ভীতি সঞ্চার করার জন্য জনগণকে মারপিটসহ ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সড়কে মানুষ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, গাড়ি ভাংচুর সহ লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮/১০/২০২৩ খ্রিঃ তারিখের নারকীয় তাবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।
পরবর্তীতে বিসেফাড়ক দিয়ে নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদান এবং আঘাত করে ক্ষতিসাধন সংক্রান্তে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-২০, তারিখ- ২৯/১০/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৪/১৪৮/১৪৯/১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/৪২৭/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে উক্ত মামলার ৩নং এজাহার নামীয় পলাতক আসামী- মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান @ রিপন’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ বরাবর একটি আধিযাচনপত্র প্রেরণ করেন।
উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উপরোক্ত মামলার ৩নং এজাহার নামীয় পলাতক আসামী- মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান @ রিপন’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পাথরঘাটা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার মামলা নং-২০, তারিখ-২৯/১০/২০২৩ খ্রিঃ; ধারা-১৪৩/১৪৪/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/ ৩৫৩/৪২৭/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ৩/৪/৬ বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইন- ১৯০৮; বিস্ফোরক দিয়ে নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদান এবং আঘাত করে ক্ষতি সাধন সংক্রান্তে রুজুকৃত মামলার ০৩নং এজাহার নামীয় পলাতক আসামী মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজদীখান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান @ রিপন (৩৮), পিতা-মোঃ মোস্তফা কামাল, সাং-বড়বর্তা, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা-পাথরঘাটা, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সিগঞ্জ‘কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও সে ইতোপূর্বে রাজধানীর পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী ও মুন্সিগঞ্জের শ্রীনগর, সিরাজদিখানসহ বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কর্মকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply