ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুষিতে সিজিল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় নবীনগর পৌর এলাকার আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সিজিল মিয়া (৫০) ওই এলাকা মনতাজ মিয়ার ছেলে।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই এলাকার শাহ আলম ও সিজিল মিয়া বন্ধু ছিলেন। তারা একসঙ্গে গাছের ব্যবসা করতেন। সিজিল মিয়ার দ্বিতীয় বিয়ে নিয়ে শাহ আলমের সঙ্গে বিরোধ চলে আসছিলো। শুক্রবার জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানো নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে তারা হাতাহাতি শুরু করেন।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন মারামারি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এ সময় কিল-ঘুষিতে সিজিল মিয়া আহত হন। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।