ডেস্ক রির্পোট :অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ শুরু করছে ভারত। তবে ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা ভারত-পাকিস্তান মহারণকে ঘিরে।
এক লাখ ৩০ হাজার আসন বিশিষ্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ সামনে রেখে ভক্তদের এক চমকই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন করে এই ম্যাচের ১৪ হাজার টিকিট ছেড়েছে তারা।
শুধু ভারতীয়রা নন গ্যালারিতে বসে ভারত-পাকিস্তান লড়াইয়ে উত্তাপ নিতে আগ্রহী পাকিস্তানের সমর্থকেরাও। বহু পাক নাগরিক এই ম্যাচ দেখার জন্য ভারতের ভিসার আবেদন করেছেন। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের কোনও আসন ফাঁকা থাকবে না বলেই মনে করা হচ্ছে। সেমিফাইনাল বা ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া অনিশ্চিত। তাই বিশ্বকাপের লিগ পর্বের এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমদাবাদের স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছিল গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচে গ্যালারির সিংহ ভাগই খালি ছিল। যদিও আইসিসি-র অনলাইন টিকিট বিক্রির সহযোগী সংস্থা আগেই জানিয়েছিল, প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
এখনও পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে সাতবার। প্রতিবারই জয় পেয়েছে ভারত।
সূত্র : আনন্দবাজার
শুধু ভারতীয়রা নন গ্যালারিতে বসে ভারত-পাকিস্তান লড়াইয়ে উত্তাপ নিতে আগ্রহী পাকিস্তানের সমর্থকেরাও। বহু পাক নাগরিক এই ম্যাচ দেখার জন্য ভারতের ভিসার আবেদন করেছেন। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের কোনও আসন ফাঁকা থাকবে না বলেই মনে করা হচ্ছে। সেমিফাইনাল বা ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া অনিশ্চিত। তাই বিশ্বকাপের লিগ পর্বের এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমদাবাদের স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছিল গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচে গ্যালারির সিংহ ভাগই খালি ছিল। যদিও আইসিসি-র অনলাইন টিকিট বিক্রির সহযোগী সংস্থা আগেই জানিয়েছিল, প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
এখনও পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে সাতবার। প্রতিবারই জয় পেয়েছে ভারত।
সূত্র : আনন্দবাজার
Leave a Reply