খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৬ বস্তা বিদেশি মাছের খাদ্য ও দুটি মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার পূর্ব ধলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তাইন্দং ইউনিয়নের উত্তর আচালংয়ের তরিকুল ইসলাম (মামুন) ও একই এলাকার আশরাফুল ইসলাম (বাবু)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মাটিরাঙ্গা পৌরসভার পূর্ব ধলিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৬ বস্তা বিদেশি মাছের খাদ্যসহ তাদের গ্রেফতার করা হয় এবং তাদের বহনকারী দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।