হলিউড অভিনেত্রী মার্গো রবি। মা হলেন তিনি। ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুত্রসন্তানের জন্ম দেন ‘বার্বি’খ্যাত এই তারকা। মার্গো রবি ও টম একারলি দম্পতির এটি প্রথম সন্তান। ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।
গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে ডেইল মেইল জানিয়েছে, নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগে প্রসববেদনা শুরু হয় অস্ট্রেলিয়ান তারকা মার্গো রবির। তবে কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। রবির বাবা-মা নাতিকে দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
চলতি বছরে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়। গত জুলাই মাসে প্রথমবারের মতো বেবি বাম্পসহ প্রকাশ্যে দেখা যায় রবিকে। মূলত, স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে প্রথম পরিচয় ব্রিটিশ প্রযোজক টম একারলি ও রবির। মার্গো ছিলেন এ সিনেমার অভিনেত্রী আর টম ছিলেন সহকারী পরিচালক। এ সিনেমার সেট থেকে তাদের প্রেমের সূচনা। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই দম্পতি।
মার্গো রবি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বার্বি’। গত বছরের ৯ জুলাই মুক্তি পায় এটি। তা ছাড়া একই বছরের ৩১ আগস্ট মুক্তি পায় রবি প্রযোজিত ‘সল্টবার্ন’ সিনেমা। চলতি বছরের ২০ জানুয়ারি মুক্তি পায় তার প্রযোজিত আরেক সিনেমা ‘মাই ওল্ড অ্যাস’।