মীরপুরে ফ্ল্যাট ‘মর্টগেজ বা ফ্লাট বন্দকের নামে প্রতারণার অভিযোগ উঠেছে ছালমা বেগম ও তার স্বামী দেলোয়ার হোসেন বাবুল সহ তার মেয়ে সামসুন নাহার বুবলী, ছালমা বেগম এর ভাই আজিজ বেপারীর বিরুদ্ধে।
জানা যায় রাজধানীর মিরপুর পল্লবী ১১ নং সেকশনের সি-ব্লকের, ১১ নাম্বার রোডের ৯ নাম্বার লাইনের ১ নাম্বার বাসার ৬তলা ভবনটির ১১টি ফ্লাট ৭৫ জনকে ‘মর্টগেজ বা ফ্লাট বন্দক দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এখন ‘মর্টগেজ বা বন্দক নেওয়া ব্যক্তিদের ফ্লাট না বুঝিয়ে উলটো হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায় ৷ ভুক্তোভুগিরা অভিযোগ করে বলেন আমরা কেউ ৫লাক্ষ কেউ ১০ লাখ কেউবা ২৩ লাখ টাকা করে দিয়ে ফ্লাট ‘মর্টগেজে নিয়েছি যখন আমরা ফ্লাট বুঝে নিতে চাই তখন ছালমা বেগম ও তার পরিবার আমাদের ফ্লাটা বুঝিয়ে দেয় না সে বিভিন্ন হুমকি ও মামলার ভয় দেখায় আমারা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিন কাটাতে হচ্ছে।