নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে রাতের আধারে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর শাখার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে মিরপুর ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেট ও কাশ্মিরি মহল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন ঢালী বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসাধারণকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার এলাকায় আমাদের নেতাকর্মীরা পোষ্টার লাগিয়েছিল। কিন্তু শুক্রবার রাতে কে বা কাহারা নান্নু মার্কেট ও কাশ্মিরি মহল্লা এলাকার দেয়ালে লাগানো পোষ্টার ছিঁড়ে ফেলেছে। পোষ্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের ঢাকা ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাসহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি ছিল।
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী বলেন, এ বিষয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যারা এটা করেছে আমরা নিজেরাই তাদের শনাক্তের চেষ্টা করছি। তাদের পরিচয় মিললে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply