ডেস্কঃ ১৫ ই মার্চ সন্ধ্যা ৭ টাঃ সময় কক্সবাজার চকরিয়া ফাঁসিয়া খালী আর্মি ক্যাম্প এলাকা হইতে চুরি করা মোটরসাইকেল সহ শামসুদ্দিন নামক একজন চোর কে ফাঁসিয়া খালী আর্মি ক্যাম্পের আর্মির সহযোগিতায় গ্রেপ্তার করেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী। এতে শামসুদ্দিন (প্রকাশ) সামসু, পিতা মৃত সুলতান আহমদ, সাং ফাঁসিয়া খালী ০৯ ওয়ার্ডের চাইরা খালী এলাকায় তার বাড়ি বলে জানা যায় ঐ চোরকে চুরি মামলা দিয়ে চকরিয়া কোটে প্রেরণ করেন বলে জানা যায়। ওই সময় এলাকাতে গিয়ে খোঁজ নিলে এলাকার সাধারণ মানুষ জানান শামসুদ্দিন একজন এলাকার সন্ত্রাসী, ও উশৃঙ্খ ধরনের ব্যক্তি শামসুদ্দিনের একটি সংঘ বদ্ধ সন্ত্রাসী গাং রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকাতে চাঁদাবাজি, জমি দখল, দোকানপাট দখলের মত অনেকগুলো অপকর্ম সাথে জড়িত আছে এ বিষয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাইনা ঐ সুযোগে সে এলাকা জুড়ে নানান রকম অপরাধ করে আসতেছেন তাই এলাকার মানুষের জোর দাবি আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে এ অপরাধি কে শাস্তির আওতায় আনা হোক।
Leave a Reply