শাহারিয়ারঃ ফরিদপুরের কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত দীর্ঘ ০৮ বছর ধরে পলাতক আসামী মো: আজাদ মিয়া’কে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় গতকাল ০৯ ফেবরুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় র্যাবের-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৫/২০১৬ খ্রিঃ ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদÐে দÐিত ০৮ (আট) বছর ধরে পলাতক আসামী মোঃ আজাদ মিয়া (৪৮), পিতা-হাবুল্লা মিয়া, সাং-নেছরদিয়া, থানা-মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। আসামীর নামে পূর্বে আরো ৭ টি মামলা ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুনঃআবারো সড়ক দুর্ঘটনায় প্রাণগেল ৪ জনের
আরো পড়ুনঃচকরিয়া হারবাং স্টেশন সংলগ্ন এলাকায় পাহাড় কাটার সময় ৩ জন আটক