যশোরে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি হাসান সরদার যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে। সাজাপ্রাপ্ত হাসান সরদার পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি শ্যামল কুমার মজুমদার। তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৮ জুলাই রাতে অভয়নগর উপজেলার তালতলা এলাকার পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ খবরে স্থানীয়রা এক হয়ে তাদেরকে ধাওয়া করেন। এ সময় হাসান সরদারকে গ্রামবাসী একটি একনালা বন্দুকসহ আটক করেন। একই সময়ে ডাকাতদলের অন্য সদস্যরা হানিফ নামে এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা হাসানকে গণপিটুনি দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় এসআই মোস্তাফা হাবিবুল্লাহ বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৯ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত বুধবার এ মামলায় আসামি হাসান সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
Leave a Reply