শাহারিয়ারঃ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীঘদিন পলাতক আসামী সাঈদ শেখ‘কে ঢাকা জেলার সাভার মডেল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় গতকাল ০৫ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২:২০ ঘটিকায় র্যাব–১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র্যাব–০৪ এর সহযোগীতায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার মতিঝিল থানার মামলা নং–০৪(০৬)২০১১, ধারাঃ ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত দীর্ঘদিন ধরে পলাতক আসামী মোঃ আবু সাঈদ শেখ (৪৬), পিতা–মোঃ লখাই শেখ, সাং–শিয়ালদী, থানা–আলফাডাঙ্গা, জেলা–ফরিদপুর’কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply