দিগন্তধারা/স্টাফ রিপোর্টার শাহারিয়ারঃ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ কেড়ে নিয়েছে তাদের ক্ষমা নেই। মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে রাজধানীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসংলগ্ন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘ইসরাইল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে, সেই রকম দৃশ্য দেখতে পেলাম। স্বার্থের জন্য বিএনপি যা খুশি তাই করতে পারে। তারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করে না, ভোট নিয়ে ধর্মের কথা বলে। বিএনপি ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি, জামায়াতও কথা বলেনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন।’
তিনি বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। এই দলটি (বিএনপি) ভুয়া! তাদের নেতা নেই, নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে? ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।’ এ সময় কয়েক ব্যক্তি ও সংগঠনের উদ্দেশে তিনি বলেন, ‘যারা বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, তারা ভুয়া। টিআইবি ভুয়া, ইফতেখার (ইফতেখারুজ্জামান) ভুয়া, সুজন ভুয়া, বদিউজ্জামান (ড. বদিউল আলম মজুমদার) ভুয়া, এগুলো সব ভুয়া। এরা সব বিএনপির দোসর।’
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। তারা এই বছর পারল না। আগামী বছর আবার করবে আন্দোলন। তারেক রহমানের সাহস নেই। থাকলে দেশে এসে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হয় না।’
কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দাবি তাদের ২১ হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এটা মিথ্যা কথা। দলটির ১১ হাজার নেতাকর্মী জেলে আছে। আজকে (মঙ্গলবার) জামিন পেয়ে দুই হাজার বের হয়ে গেছে।’
ঢাকা জেলার ১৯টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন। লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।’
Leave a Reply