বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভাগ ও জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বুধবার (২২ মে) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত বিভাগ ও জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।
তালিকা অনুযায়ী ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে নিজেদের হাতে রেখেছেন যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।
এছাড়া ঢাকা জেলা উত্তরে ১১ জন, ঢাকা জেলা দক্ষিণের ৭ জেলায় ৮ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রংপুর বিভাগের ৮ জেলা ও ১ মহানগরে ৯ জন, খুলনা বিভাগের ১০ জেলা ও ১ মহানগরে ১১ জন, বরিশাল বিভাগের ৬ জেলা ও ১ মহানগরে ৭ জন, সিলেট বিভাগের ৪ জেলা ও ১ মহানগরে ৫ জন, চট্টগ্রাম বিভাগের দক্ষিণে ৫ জেলা ও ১ মহানগরে ৭ জন, চট্টগ্রাম বিভাগের উত্তরে ৬ জেলা ও ১ মহানগরে ৮ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রতি বিভাগের জন্য কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি। নাটোর জেলার সাংগঠনিক কাজ কে গতিশীল করার জন্য দায়িত্ব দেওয়া হয়।
Leave a Reply