বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য টিকিটের মূল্য ও প্রাপ্তিস্থান প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় টাইগারদের খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি। আসন্ন এই সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখতে টিকিটের খরচ পড়বে ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডে দেখতে খরচ হবে ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে ৩০০ টাকায় এবং ইস্টার্ন স্ট্যান্ডে খেলা দেখা যাবে ২০০ টাকায়।
ঘরের মাঠের এই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকেই। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা। ম্যাচের দিন ও আগের দিনও টিকিট পাওয়া যাবে।
অফলাইনের পাশাপাশি অনলাইনেও টিকিট কেনার সুযোগ রেখেছে বিসিবি। আর সেক্ষেত্রে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট (ticket.tigercricket.com.bd) থেকে কিনতে হবে টিকিট। অনলাইনে টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর লাগবে।
একজন গ্রাহক সর্বোচ্চ দুইটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট কিনলেও টিকিট কোড ও এনআইডি দেখিয়ে বিসিবির বুথ থেকে তা সংগ্রহ করতে হবে।
Leave a Reply