এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে। সেখানে নতুন অধিনায়ক হিসেবে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার ছিল এশিয়া কাপের প্রথম দিনের অনুশীলন। তবে বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। তবে অনুশীলন না হলেও এ দিনে বিসিবি ভবনে বৈঠকে বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম অনুশীলনে আসা সকল ক্রিকেটাররাই উপস্থিত ছিলেন। জানা গেছে, দলের খেলোয়াড়দের সঙ্গে নানা প্রসঙ্গে কথা বলার জন্যই মূলত ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন কোচ। এ সময় এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে দলের বাকি কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন।
বিকেল চারটার দিকে বিসিবি থেকে জানানো হয়, আজ আর স্কিল অনুশীলন হচ্ছে না। দিনের বাকি সময় ক্রিকেটাররা মিটিংয়ের পর কয়েকজন যাবেন জিম বা ইনডোরে।
অবশ্য গতকালের মতো এদিনও মাঠে দেখা যায় মনোবিদ ফিল জন্সিকে। টাইগারদের মিটিংয়েও উপস্থিত থাকতে দেখা যায় তাকে।