রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, দুই বিভাগে ৬৯টি আসনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৩৩ জন ও রাজশাহীতে ৩৬ জন দলীয় মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।’
তিনি বলেন, এবার বেশ কয়েকজন বর্তমান এমপি বাদ পড়ছেন। আগামী শনিবার মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।