গত শনিবার আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। দিল্লির কপূরথালা হাউসে আত্মীয়-পরিজন ও কাছের বন্ধুবান্ধবের উপস্থিতিতে একে অপরের সঙ্গে আংটিবদল করলেন চর্চিত যুগল। পরিণীতি-রাঘবের আংটিবদল অনুষ্ঠানে এসেছিলেন দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীসহ বিনোদন জগতের নামীদামি ব্যক্তিত্ব। বোনের বাগদান অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা থেকে ভারতে আসেন প্রিয়াঙ্কা চোপড়াও।
বোনের শুভ দিনে শুভেচ্ছা জানিয়ে প্রিয়ঙ্কা লেখেন, টিশা ও রাঘবকে অনেক অভিনন্দন, বিয়ের জন্য আর তর সইছে না! তোমাদের দু’জনের জন্য ও দুই পরিবারের জন্য ভীষণ আনন্দ হচ্ছে। খুব মজা হবে!
বোনের বাগদান ও বিয়ে নিয়ে যে উৎসাহের অন্ত নেই বড় দিদির। পাল্টা জবাব দেন পরিণীতি। দিদির উপর কনেপক্ষের দায়িত্ব দিয়ে ফেলেন অভিনেত্রী। বাগদান পর্বের পর দু’দিন দিল্লিতেই ছিলেন, তারপর মঙ্গলবার মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন। তবে মনখারাপ নায়িকার।
মুম্বাইয়ের উড়ান দেয়ার সময় অভিনেত্রী দিল্লিতেই নিজের মনটা রেখে এলেন। পরিণীতি লেখেন, চললাম দিল্লি, মনটা এখানেই রেখে গেলাম। এত দিন ধরে রাঘব-পরিণীতির সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। কিন্তু মুখে কুলুপ এঁটেই ছিলেন চর্চিত যুগল। প্রেম ও বিয়ের প্রশ্নে এত দিন লজ্জায় লাল হয়েছেন পরিণীতি।
রাঘবকে প্রশ্ন করলে তিনিও রাজনীতির দোহাই দিয়ে হাসিমুখেই এড়িয়ে গিয়েছেন সেই প্রশ্ন। তবে শনিবার বাগদানের পরে সেই তুখোড় রাজনীতিকেরই অন্য চেহারা দেখলেন অনুরাগীরা। হবু স্ত্রীর প্রেমে গলে জল আপ নেতা। এই মুহূর্তে সমাজমাধ্যমের ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওই তার প্রমাণ।
Leave a Reply