আজ (০২ নভেম্বর ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন কনসাল ক্যাম্প এলাকায় মাদকের স্পটে যৌথ অভিযান পরিচালনা করে মো: রফিক এবং ওয়াহিদা নামের দুই জন মাদক ব্যবসায়ীকে তাদের তিন জন সহযোগীসহ আটক করা হয়।
এসময়, তাদেত নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, ২০ টি পুরিয়া, ২০ বোতল এলকোহল জাতীয় তরল, ০১ টি চাপাতি, ৪ টি ছুরি এবং মাদক বিক্রয়ের নগদ ৩৭০০ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, মো রফিক কনসাল ক্যাম্প এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। আটককৃত মাদক ব্যবসায়ী এবং তাদের সহযোগীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।