সম্রাটঃ ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে- মঙ্গলবার সকালে ইসরাইলের ৪০১তম আর্মার্ড ব্রিগেড রাফাহ ক্রসিংয়ের গাজান এলাকাটি দখল করেছে।
মঙ্গলবার দ্যা টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিশরের সাথে সংযুক্ত পূর্ব রাফাহ-এর সালাহ-আ-দিন ক্রসিংটি রোড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যেটি রাতারাতি আক্রমণে গিভাতি ব্রিগেড দ্বারা পৃথকভাবে দখল করা হয়েছিল।
আইডিএফের তথ্যমতে, রাতভর অভিযানে প্রায় ২০ জন বন্দুকধারী নিহত হয় এবং সৈন্যরা তিনটি ‘গুরুত্বপূর্ণ’ টানেল শ্যাফ্টের দখলে নেয়। এই অভিযানে এখন পর্যন্ত তাদের কোনো সেনা হতাহত হয়নি বলেও জানানো হয়েছে।
আরো পড়ুনঃমাতুয়াইল সাদ্দাম মার্কেট হাইওয়ে সড়কে ভয়াবহ দুর্ঘটনা
আরো পড়ুনঃ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ
Leave a Reply