মোস্তফা মিয়া, সিনিয়র রিপোর্টার : রুপগঞ্জ মুড়াপাড়ায় যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল, শুক্রবার বিকেল তিনটায় রুপগঞ্জ থানা যুবদলের আয়োজনে ঐতিহ্যবাহী মুড়াপাড়া পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক (খোকন) সহ আরও অনেকে।
এই প্রীতি ম্যাচে অংশ নেয় শীতলক্ষ্যা নদী পশ্চিমপাড়া একাদশ এবং শীতলক্ষ্যা নদী পূর্বপাড়া একাদশ। উক্ত ম্যাচটি ছিল প্রমাণ, যুব সমাজ যদি সঠিকভাবে মর্মস্থ করে নেয়, তবে তারা মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
খেলা শেষে সকল খেলোয়াড়দের হাতে পুরস্কৃত করা হয় এবং অনুষ্ঠানের আয়োজকরা এমন সামাজিক উদ্যোগের জন্য উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।