মোস্তফা মিয়া : রূপগঞ্জের ৩০০ ফিট এলাকা এখন শুধু ভ্রমণপ্রেমীদের জন্য নয়, খাবারপ্রেমীদের কাছেও একটি প্রিয় গন্তব্য। আর এর কারণ হলো আমির হোসেনের “আমির পিঠাঘর”। দীর্ঘদিন ধরে তিনি এই ছোট্ট খাবারের দোকানটি চালিয়ে আসছেন। তার তৈরি পিঠার স্বাদ এতটাই অনন্য যে, এর ঘ্রাণেই দূর দূরান্তের মানুষ ছুটে আসেন।
আমির পিঠাঘরের খাবারের তালিকায় রয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার সম্ভার চাপটি, চিতই, চাউলের পিঠা, তেলের পিঠা। এছাড়াও রয়েছে হাঁসের মাংস, গরুর মাংস, এবং দেশি মুরগির তরকারি। প্রতিটি পদে রয়েছে ঘরোয়া স্বাদ আর নিখুঁত রান্নার পরশ।
খাবারপ্রেমীদের মতে, আমির পিঠাঘরের খাবার শুধু স্বাদে নয়, মানেও অতুলনীয়। রূপগঞ্জ ৩০০ ফিট এলাকায় ঘুরতে গেলে আমির পিঠাঘরের খাবার না খেয়ে চলে আসা যেন একটি অসম্পূর্ণ ভ্রমণ।
আপনি যদি একবার আমির পিঠাঘরের খাবারের স্বাদ নেন, তবে আপনি বারবার ফিরে আসবেন। তাই ভ্রমণপ্রেমীদের কাছে এটি এখন শুধু গন্তব্য নয়, এক আবেগের নাম।