আইসিসি ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিকুর রহিম। তবে তার আগে আরেকটি সুখবর পেয়েছেন এ অভিজ্ঞ ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে মুশফিকের। যেখানে ২১ থেকে ২০-এ উঠে এসেছেন তিনি। ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
এদিকে র্যাংকিংয়ে মুশফিকের উন্নতি হলেও অবনমন হয়েছে দলপতি সাকিব আল হাসানের। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ৪২-এ নেমে গেছেন টাইগার দলপতি।
সুখবর পেয়ে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে মুশফিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ রানে অপরাজিত আছেন তিনি। তার আগে ৪ রান করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১ হাজার রান অতিক্রম করেছেন এ ব্যাটার।