ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়ার এক বডিবিল্ডার ইনস্টাগ্রামে লাইভ করে সাবেক স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছেন। ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় তিনি আরো দুই ব্যক্তিকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। শেষে নারমিন সুলেজমানভিচ নামের ওই যুবক গুলি করে নিজেকেও শেষ করেন।
শুক্রবার (১১ আগস্ট) গ্রাডাকাক নামের একটি শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে জানানো হয়, স্ত্রী-সহ ৩ জনকে হত্যা ছাড়াও আরো তিন ব্যক্তি আহত হয়েছেন অভিযুক্ত যুবকের হামলায়। তবে ঠিক কী কারণে সাবেক স্ত্রীকে তিনি হত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
তুজলা শহরের পুলিশ জানিয়েছে, পেশায় বডিবিল্ডার অভিযুক্ত নারমিন সুলেজমানভিচ আত্মঘাতী হয়েছেন।
এই মামলার আইনজীবী জানিয়েছেন, স্ত্রীকে হত্যার পর গ্রাডাকাকের রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে নেমে পড়েন যুবক। পথচারী এক ব্যক্তি এবং তার ছেলেকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তার ছোড়া গুলিতে আহত হয়েছেন একজন পুলিশকর্মীসহ এক পুরুষ ও নারী।
বসনিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে সাবেক স্ত্রীকে হুমকি দিচ্ছিলেন গ্রাডাকাকের বাসিন্দা বডিবিল্ডার। এরপর শুক্রবার আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালান তিনি। মৃত্যু হয় তরুণীর। এ ঘটনা ইনস্টাগ্রামে লাইভ করেন তিনি। তবে সরকারি নির্দেশে নৃশংস ভিডিওটিকে সরিয়ে নেয়া হয়েছে ইনস্টাগ্রাম থেকে।
Leave a Reply