শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আইজিপি।
পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও স্পেশাল ব্রাঞ্চের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি, অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
এর পর র্যাব, এন্টি টেররিজম, পুলিশ স্টাফ কলেজ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, টিঅ্যান্ডআইএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, ঢাকা রেঞ্জ ও টিডিএস ইউনিটের প্রধানগণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ অফিসারগণ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস’। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
Leave a Reply