দিগন্তধারা/আরফানঃ আজ ১৮,0১,২০২৪ ইং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি,চকরিয়া শাখার তত্ত্বাবধানে চকরিয়া পৌর শহরের অন্তর্গত জনতা শপিং সেন্টারের নিচ তলায় ১৩৪ তম এটিমবুথ শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চকরিয়া পেকুয়া ১ সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব আলমগীর চৌধুরী মেয়র চকরিয়া পৌরসভা, জনাব এমডি জাফর আলম কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক জনতা শপিং সেন্টার, ওই সময় আরো উপস্থিত ছিলেন জনাব রাশেদ সরওয়ার ডিএমডি ও জোনাল হেড শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি,চট্টগ্রাম জোন জনাব এটি,এম,কামরুদ্দিন চৌধুরী ইভিপি ও ম্যানেজার জুবলি রোড শাখা, জনাব মিজানুর রহিম এফ এ,ভিপি,ও ম্যানেজার চকরিয়া শাখা এছাড়া ও চট্টগ্রাম শহরের বিভিন্ন শাখার ম্যানেজার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন। এটিম বুথ মাধ্যমে গ্রাহকদের সার্বক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন অত্র ব্যাংকের সিনিয়ার কর্মকর্তাগণ আরো বলেন আমাদের এই ১৩৪ তম এটিম বুথ শুভ উদ্বোধনের মাধ্যমে ছোট্ট একটি দোয়া ও মোনাজাতে ব্যবস্থা হয়। এ সময় উপস্থিতি প্রধান অতিথি সহ অত্র এলাকার সকল কর্মকর্তাগণ ও গন্যমান্য ব্যক্তিগণ দোয়া করেন যাতে এই বুথের মাধ্যমে সকল গ্রাহকরা সেবা নিতে পারেন।