শিক্ষিত চামচা
এসএম,ফারুখ আহমেদ
————
চ্যালাদের চামচামি
অপকারীর উপকার
মিথ্যার ফুলঝুরি
তাতে নাকি রোজগার।
শুকিয়ে মরে তা-ই
যতো সব হকদার
যতো সব দোষ তাই
প্রতিবাদি বক্তার।
মূর্খের দল যতো
গালি দেওয়া বড়ভাই
আইএ বিএ পাস করা
চামচামি ছাড়ে নাই।
ঝোপ বুঝে কোপ মারে
ষোলআনা স্বার্থে
সুদখোর মূর্খের
ম্যানেজার পোস্টে।
হক মেরে জনতার
হয়েছে পোদ্দার
শিক্ষিত চামচা
হয় নাই সোচ্চার।
এ-তো এতো বিদ্যার
তবে কেন দরকার
মানুষের বিপদে
নাহি করো উদ্ধার।
ব্যক্তি স্বার্থে
আর কতো চালবাজি
ক্ষতিকরে রাষ্ট্রের
এতো কেন বাহাদুরি?
লুটকারি লুট করে
তুমি তারই চামচা
সব জেনে সব বুঝে
তার গুণে মাতোয়া।
এ হলো সে হলো
কতো কতো ফতোয়া
শিক্ষিত চামচায়
স্বৈরাচারে মাতোয়া।
—-
—–
দিগন্তধারা নিউজ খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনঃNews
আরো পড়ুনঃশুভ উদ্বোধন হল চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার
আরো পড়ুনঃদেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০
Leave a Reply