1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. specialsystemuser@stand.com : :
  9. zillurk85@gmail.com : Zillur :
শীতের পোশাক মাত্র ৫০০ টাকায়, শুরু হলো সেল - Digonto Dhara,News
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

শীতের পোশাক মাত্র ৫০০ টাকায়, শুরু হলো সেল

  • প্রকাশ কাল : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩২ জন দেখেছে
শীতের পোশাক মাত্র ৫০০ টাকায়, শুরু হলো সেল

প্রকৃতিতে এসে গেছে ফ্যাশন প্রেমীদের পছন্দের ঋতু। শীতের আগমনকে কেন্দ্র করে ফ্যাশন সচেতন মানুষের মধ্যেও শুরু হয়েছে প্রস্তুতি। আর তাই সবার জন্য শীতের হিম বাতাসে ফ্যাশন এবং উষ্ণতার মিশ্রণে বাহারি শীতের পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। তাদের বাহারি সব শীতের পোশাক কিনতে পারেবেন মাত্র ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকায়।

কম দামে ভালোমানের পোশাক বা সাধ্যের মধ্যে ব্র্যান্ডের পোশাক কিনতে চান অনেকে। তাদের জন্য সাশ্রয়ী মূল্যে শতাধিক ডিজাইনের শীত পোশাক এনেছে সারা। তাদের পোশাকের এবারের থিম ‘অভিযান’। বৈচিত্র্যময় এসব পোশাক হালের ট্রেন্ডি ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে। উষ্ণ ও আরামদায়কে কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। সিনথেটিক, ব্লেন্ডেড, টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ের তৈরি শীতের পোশাকগুলো দেখতে যেমন আকর্ষণীয় পরতেও বেশ আরামদায়ক। তাদের এই সংগ্রহে থাকছে সকল বয়সীদের জন্য পোশাক। শিশুদের জন্যও আছে বিশেষ কালেকশন। প্রায় শতাধিক রঙ ও ডিজাইনের ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকে।

হালকা বা ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক মিলবে তাদের সকল আউটলেট ও ই-কমার্সে। উষ্ণতা, ফ্যাশন, গুনগত মান এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে তৈরি হয়েছে পোশাক। এবার আয়োজনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল। আর নারীদের জন্য তারা নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম টপস, শাল ও হুডি টি-শার্ট। এছাড়াও রেগুলার ডিজাইনের পোশাক তো থাকছেই।

এছাড়াও রয়েছে শিশুদের জন্য আরামদায়ক শীত পোশাক। ছেলে শিশুদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, শার্ট-প্যান্ট সেট ও ফুল স্লিভস টি-শার্ট। আর মেয়েদের জন্য থাকছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভস টি শার্ট, ডেনিম টপস ও ডেনিম কুর্তি। সারা লাইফস্টাইলের বাহারি সব শীতের পোশাক মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন ক্রেতারা। ফ্যাশন ব্র্যান্ডটি জানিয়েছে, তাদের প্রতিটি পোশাক তৈরি হয়েছে আরামদায়ক ফেব্রিক, মানসম্পন্ন এক্সেসরিজ ও ট্রেন্ডি ডিজাইনে। এই জ্যাকেটগুলো আপনাকে যেমন দেবে উষ্ণতা, তেমনি ফ্যাশনে যোগ করবে নতুন মাত্রা। আর সবসময় গ্রাহকদের স্বার্থে পোশাকের দামও সাধ্যের মধ্যে রাখার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews