1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. expander@stand.com : :
  7. rbtv2020@gmail.com : muskan2050 :
  8. zillurk85@gmail.com : Zillur :
শূন রানে আউট ম্যাক্সওয়েল - Digonto Dhara,News
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

শূন রানে আউট ম্যাক্সওয়েল

  • প্রকাশ কাল : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৫৮ জন দেখেছে
শূন রানে আউট ম্যাক্সওয়েল
শূন রানে আউট ম্যাক্সওয়েল

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৮তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। এমন সময় দেখে-শুনে খেলতে গিয়ে শূন্য রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

দলীয় ৩৫.৬ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন ম্যাক্সওয়েল। এরপর মাঠে নামেন মার্কাস স্টয়নিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫.৬ ওভারে দুই উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৫৯ রান। পিচে ডেভিড ওয়ার্নার (১২৪) ও মার্কাস স্টয়নিস (০ )রানে অপরাজিত আছেন।

শুক্রবার ব্যাঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অজি বধের মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। শাদাব খানের পরিবর্তে একাদশে ফিরেছেন উসামা মীর। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে অজিরা।

অস্ট্রেলিয়ার হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এদিন শুরু থেকে দেখে-শুনে খেলতে থাকেন তারা। এই দুইজনের দুইশত রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে চলে অস্ট্রেলিয়া। দলীয় ৩০.৪ ওভারে মোহাম্মদ নাওয়াজের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। এতে তিনি খরচ করেন ৮৫ বল।

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির পরেই বলে শতক পূর্ণ করেন মিচেল মার্শ। দলীয় ৩০.৫ ওভারে মোহাম্মদ নাওয়াজের বলে চার মেরে এই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এতে তিনি খরচ করেন ১০১ বল। অজি এই দুই ব্যাটারে সেঞ্চুরি পর আক্রমনাত্মক খেলতে থাকেন। তাতে দুইজনে মিলেন গড়েন ২২০ রানের পার্টনারশিপ।

উইকেট না পড়ায় শাহিন শাহ আফ্রিদিকে বলিংয়ে নিয়ে আসেন পাক অধিনায়ক। এনেই দলীয় ৩৬তম ওভারে মিচেল মার্শকে আউট করেন তিনি। ওই ওভারের (৩৫.৫) শাহিন শাহ আফ্রিদির পঞ্চম বলে উসামা মীরের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন মিচেল মার্শ। এরপর মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। তাতে ভেঙে যায় ২০৩ বলে ২৫৯ রানের পার্টনারশিপ। এরপর মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল।

নেমেই প্রথম বলে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন। তাতে ঘটে ভুল। দলীয় ৩৫.৬ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন ম্যাক্সওয়েল। এরপর মাঠে নামেন মার্কাস স্টয়নিস।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews