আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে না এলে গণতন্ত্র উদ্ধার হতো না।
বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশে ফিরে এসেছিলেন বাঙালির অধিকার আদায়ের জন্য। শেখ হাসিনা বলেছিলেন- আপনাদের অধিকার আদায়ে আমি আমার জীবনকে উৎসর্গ করবো। বর্তমানে আওয়ামী লীগ তার নেতৃত্বে এগিয়ে চলছে। শেখ হাসিনা যদি না আসতেন, যুদ্ধাপরাধীদের বিচার হতো না। জিয়া-এরশাদদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার হতো না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের বিপক্ষে কারা ষড়যন্ত্র করেছে, তাদের আমরা চিনি। যারা জাতির পিতাকে হত্যায় মদদ দিয়েছিল, আমরা তাদের ভয় পাই না।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তৃণমূলের নেতাকর্মীরা পাশে থাকার কারণে আজ বাংলাদেশ এগিয়ে চলছে। আমরা দেশবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের হাত থেকে রক্ষা করে উন্নয়ন-অগ্রগতি, স্মার্ট বাংলাদেশ গড়ব; এটা আজ আমাদের প্রতিজ্ঞা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সুজিত রায় নন্দি; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
Leave a Reply