অসিত : গত ১৩ ই ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ১৩৫ শাঁখারী বাজারস্থ ভবনে রাজউক ও হাইকোটের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নিমান করিতেছে কি না, তাহা জানতে সেখানে যাই।ইহার সরেজমিনে তথ্য সংগ্রহ করিতে গেলে গণমাধ্যমকর্মীকে শারিরীকভাবে নীর্যাতন ও বালু পাথর নিক্ষেপ করে। সাথে কিছু লোক সংবাদ সংগ্রহ করতে বাঁধা প্রদান করেন।এতে সংবাদিক দীপু মজুমদার, মোঃ ফয়সাল ও শ্রী অসিত চক্রবর্তী শারিরীকভাবে সাম্যান আহত হয়েছে। পরে এ বিষয়ে কোতোয়ালি থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ হামলকারী শ্রী দুলাল ব্রম্মচারী (দুলাল সাধু) ও তার রক্ষিত বাহিনীদের বিরুদ্ধে ব্যবস্থা করার আশ্বাস দেন।
Leave a Reply