মোঃশামিমঃ ২৭তারিখ রোজ শনিবার রাত ১০:৩০ মিনিটে যাত্রাবাড়ি শনিআখরা আইশা মোশারফ সুপার মার্কেটের সামনে একটি পরিবহনের ধাক্কায় একটি মোটর সাইকেলে এর দুর্ঘটনায় ঘটে। ঘটনাস্থলে একজন গুরুতর আহত ও একজন নিহত হন। ঘটনাস্থলে তদন্ত করে জানাযায়, পরিবহনটি বেপরোয়া গতিতে আসছিল এবং পিছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় এতে করে একজন মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায় আর একজন পরিবহনের চাক্কার নিচে পড়ে যায় অতপর ঘটনাস্থলে মারা যান, অপর জন আহত হন।আহত ব্যাক্তির কাছে থেকে তাদের পরিবারিক যোগাযোগ নাম্বার নেওয়া হয়।এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে জানাযায়,যাত্রাবাড়ি শনিআখরা থেকে তারা দুই ভাই মোহাম্মদপুর বাসার উদ্দেশ্যে রওনা হন।এ দিকে যাত্রাবাড়ি থানার একটি টিম দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং আহত ব্যাক্তিকে নিকটত হাসপাতালে পাঠান ও মৃত্যু ব্যাক্তির লাশ টিকে মর্গে পাঠানো হয়।
আরো পড়ুনঃচট্টগ্রাম মহাসড়কে প্রান গেলো ৪ জনের
আরো পড়ুনঃবরুন ঘোষ হত্যা্র আসামী তন্ময়’কে গ্রেফতার করেছে র্যাব-১০
আমরা ফেসবুকেঃdigontodhara.news