রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় জিনাত সুলতানা নামের এক গৃহবধুকে বিষ প্রয়গো করে হত্যা করেছে বলে স্বামী আশরাফ আলী ডলারের বিরুদ্ধে অভিযোগ করে মানববন্ধন করেছেন নিহত জিনাত সুলতানার পরিবার ও এলাকাবাসী ।
মঙ্গলবার দুপুরের রাজধানীর মিরপুর পল্লবী এলাকার কুর্মিটোলা ক্যাম্প বাইতুল রহমত জামে মসজিদের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভুগিরা।
এ সময় মানববন্ধনে নিহত গৃহবধু জিনাত সুলতানার স্বামী আশরাফ আলী ডলারের বিরুদ্ধে ফাঁসির দ্বাবী করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার ও মামলার সকল আসামিদের দৃষ্টান্ত মুলক বিচারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকাবাসী ও বিহারি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীসহ আরও অনেকে।
Leave a Reply