আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭ জানুয়ারি বাংলাদেশে ভালো একটা নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে শরীকদের হতাশ করা হবে না। জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া যাবে।
তিনি আরো বলেন, নির্বাচনে বিভিন্ন দেশ থেকে শতাধিক পর্যবেক্ষক আসবেন। আওয়ামী লীগ বিদেশি পর্যবেক্ষক নিয়ে চিন্তিত নয়। নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একমত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে আহ্বান জানানোর আর সুযোগ নেই। তারা নিজেরাই সেই সুযোগ নষ্ট করে দিয়েছে।
এ সময় নির্বাচন কমিশনের (ইসি) বিধিনিষেধ মেনে চলতে আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।