শাহারিয়ারঃ ১৯৯৬ সালে বাহাদুর শাহ পার্কের পাশে অবস্থিত পানির ট্যাঙ্কের সামনে মুড়ির টিন বাস।
জানা যায়, ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য নওয়াব পরিবার আর্থিক সহায়তা করেন ফলে ১৮৭৮ সালের মে মাস থেকে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যাবস্থা করা হয় এ জন্য পানির ট্যাংক নির্মান করা হয়েছিল। তারও আগে থেকে গত শতাব্দির ষাট দশক পর্যন্ত সাক্কা বা ভিস্তিওয়ালারা মশকে করে পানি সরবরাহ করত, সাক্কারা যেখানে বাস করত সেটি এখন সিক্কাটুলী নামে পরিচিত।
আরো পড়ুনঃ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
আরো পড়ুনঃপথ শিশুদের মাঝে খাবার বিতরন
Leave a Reply