সেন্সর ছাড়পত্র পেল সিনেমা ‘মেঘের কপাট’। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
ছবিটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভান, সিন্ডি রোলিং, তন্বী, রাজু আহসান, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, আফরোজা মোমেন, রেহানা পারভীন হাসিসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন রূপঙ্কর বাগচী। গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী ও আফরোজা মোমেন।
নির্মাতা বলেন, নিখাদ ভালোবাসার কাহিনি ‘মেঘের কপাট’। এতে আমি তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস, এই চলচ্চিত্র দেখার পর দর্শক ভালোবাসার অনেক অর্থ খুঁজে পাবে। সিনেমার সব চরিত্র তার সেরা কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছে। মনোরম লোকেশনে চিত্রগ্রহণের সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি, এ সিনেমায় দর্শক নতুনত্ব পাবে।শিগগিরই সারাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।
Leave a Reply