গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের মুখপাত্র হাসান ইউসুফকে গ্রেফতারের দাবি করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি।
ইসরায়েলের নিরাপত্তা সংস্থা ‘শিন বেট’ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানায়, “হামাসের পক্ষে কাজ করার সন্দেহে ইউসুফকে গ্রেফতার করা হয়েছে”।
হাসান ইউসুফ একজন নেতৃস্থানীয় ফিলিস্তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি, পশ্চিম তীরে হামাসের মুখপাত্র হিসেবে কাজ করেন। ফিলিস্তিনি আইন পরিষদে একটি আসনের প্রতিনিধিত্ব করেন তিনি।
সূত্র : সিএনএন।
Leave a Reply